সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭


শেখ হাসিনার মৃত্যুদণ্ডের, জনআকাঙ্ক্ষার প্রতিফলিত হয়েছে : বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পতিত স্বৈরশাসক পলাতক খুনী, পিলখানা, শাপলা জুলাই গণহত্যাসহ অসংখ্য হত্যা গুম খুনের হোতা শেখ হাসিনার মৃত্যু দন্ডের রায় ঘোষণা হওয়ায় সন্তোষ প্রকাশ করে এতে দেশের জনগণের আকাংখা প্রতিফলিত হয়েছে মর্মে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

আজ গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জুলাই অভূথ্যানের মাধ্যমে গঠিত ইন্টেরিম গভর্নমেন্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রশিকিউশন এই বিচার কার্যক্রম যথাযথ ভাবে সম্পন্ন করায় জাতির পক্ষ থেকে এক ঐতিহাসিক দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। তারা অবশ্যই জনগণের পক্ষ থেকে সাধুবাদ পাবেন।

নেতৃদ্বয় বলেন, যেকোনো মূল্যে এই ফ্যাসিষ্ট খুনী দেশদ্রোহী বিশ্বাসঘাতককে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়ন করে দেশের মানুষ ও শহীদ পরিবার সমূহের শোকে স্তব্ধ বিক্ষুব্ধ আত্নাকে শান্ত করতে হবে এবং আগামীর বাংলাদেশকে নিরাপদ ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।  নেতৃদ্বয় ইন্টেরিম গভর্নমেন্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রশিকিউশনকে আন্তরিক অভিনন্দন জানান এবং মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ