সেবামূলক সংস্থা বাসমাহ ফাউন্ডেশন পরিচালিত আটটি মসজিদে যোগ্য ইমাম নিয়োগ দেওয়া হবে।
নিয়োগের ক্ষেত্রে আফটার স্কুল মাকতাবের কেন্দ্রীয় কার্যালয়ের অধীনে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রধিকার দেওয়া হবে।
কর্মস্থল:
বাসমাহ ফাউন্ডেশন পরিচালিত মসজিদসমূহ
অবস্থান:
কক্সবাজার, নীলফামারী, পটুয়াখালী, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, কুড়িগ্রাম, নেত্রকোনা।
(সকল মসজিদ গ্রামে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শহরাঞ্চলে বা ঢাকার আশেপাশে আমাদের কোনো মসজিদ নেই।)
যোগ্যতা:
- দাওয়াহর কাজে আগ্রহী হতে হবে।
- হিফজ ও ক্বিরাত সমাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- সুন্দর কণ্ঠে কুরআন তেলাওয়াত ও সঠিকভাবে নামাজ পরিচালনা করার দক্ষতা থাকতে হবে।
- চরিত্রবান, আমানতদার ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপনকারী হতে হবে।
সুবিধাসমূহ :
- মাসিক বেতন: ১৫,০০০/- টাকা
- পরিবারসহ থাকার জন্য প্রস্তুত কোয়ার্টার প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া :
আগ্রহী প্রার্থীগণ তাদের সিভিসহ গুগল ফর্মটি পূরণ করুন-
https://forms.gle/SmeFCHSV4gc1FJRR7