হঠাৎ রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক। সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মন্ত্রণালয়ে যান তিনি।
সাংবাদিকরা জানতে চাইলে মামুনুল হক বলেন, ‘ব্যক্তিগত কাজে আসছি।’
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মামুনুল হক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। সেইসঙ্গে কয়েক ঘণ্টা মন্ত্রণালয়ে অবস্থান করেন। এ সময় মামুনুল হকের সঙ্গে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
গত সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের আমন্ত্রণে দেশটির রাজধানীর কাবুল সফর করেছেন মাওলানা মামুনুল হক। তার সঙ্গে সেই সফরে ছিলেন দেশের শীর্ষস্থানীয় আরও ছয়জন আলেম। সফরে আফগানিস্তানের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন তাঁরা।
এলএইস/