জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী ও উত্তেজনাপূর্ণ অবস্থানের সমালোচনা করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি বলেন, আপনারা যদি এভাবে অবস্থান নেন, তাহলে সরকার কী করবে—আমরা সত্যিই বুঝতে পারছি না। এত দিন আলোচনার পরও যদি ঐকমত্যে পৌঁছানো না যায়, তবে আমাদের সত্যিই ভাবতে হচ্ছে, এখন কীভাবে আগোনো যায়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা জানান, জুলাই সনদ নিয়ে ২৭০ দিন ধরে আলোচনা চললেও প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থানে যে অনৈক্য দেখা দিয়েছে, তা হতাশাজনক। তিনি বলেন, এই তীব্র বিরোধ ও মতপার্থক্যের মধ্যে কীভাবে সমঝোতার দলিল পাস করা সম্ভব হবে, সেটাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, আগে জুলাই সনদের বিষয়বস্তু নিয়েই মূল বিরোধ ছিল। এখন নতুন করে দুটি প্রশ্নে মতবিরোধ দেখা দিয়েছে—একটি হলো সনদটি কোন প্রক্রিয়ায় পাস হবে, আর অন্যটি হলো, গণভোট হলে সেটি কবে অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোও এখন নিজেদের মধ্যে পরস্পরবিরোধী ও উত্তেজিত ভূমিকা নিয়েছে।
আসিফ নজরুল আরও বলেন, কোনো রাজনৈতিক দল এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? যে যাই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। তবে ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে।
এনএইচ/
 
                              
                           
                              
                           
                         
                              
                          _original_1761881565.jpg) 
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              