সোমবার, ২১ জুলাই ২০২৫ ।। ৬ শ্রাবণ ১৪৩২ ।। ২৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই বিপ্লবে আলেম সমাজের সংগ্রামী অবদান অবিস্মরণীয় ইতিহাসে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে: ধর্ম উপদেষ্টা বিমান বিধ্বস্ত: স্থগিত হলো ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’র চিত্রপ্রদর্শনী ও ড্রোন শো  উত্তরায় বিমান দুর্ঘটনায় স্থগিত প্রধান উপদেষ্টার কর্মসূচি মাইলস্টোন স্কুল দুর্ঘটনা, উদ্ধার তৎপরতা ও আমাদের করণীয় উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় খেলাফত মজলিসের শোক প্রকাশ  ‘জাতিসংঘের সঙ্গে চুক্তি বাতিলে সরকারের ওপর আমরা চাপ অব্যাহত রাখব’  ‘আল্লাহর নেজাম প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণকর রাষ্ট্র গঠন সম্ভব’ বিমান দুর্ঘটনায় হেফাজত আমির-মহাসচিবের শোক ও সমবেদনা ২৪-এর গণঅভ্যুত্থান থেকে আলেমদের অবদান মুছে ফেলা যাবে না: ইফাদাতুল উম্মাহ

মসজিদে মসজিদে জুলাই শহীদদের জন্য দোয়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে। 

শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর এই দোয়া ও মোনাজাত করা হয়।

বায়তুল মোকাররমের এ কর্মসূচির আহ্বান জানিয়েছিল ওলামা দল। এর আগে গত বুধবার (১৬ জুলাই শহীদ দিবস) উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। ওইদিনও গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জোহর দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজন করেছিল ইসলামিক ফাউন্ডেশন।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব তার মোজানাতে দেশবাসী ও বিশ্ববাসীর পাশাপাশি একটি অংশ জুড়ে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের ব্যক্তিদের সুস্থতার জন্য দোয়া করেন। মোনাজাতে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেশের প্রতিটি মসজিদে একইভাবে দোয়া করেন খতিবরা। মুসল্লিরাও স্বাচ্ছন্দে অংশ নেন এবং প্রাণে খুলে তারা দোয়া করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ