বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ১ শ্রাবণ ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘মুফতি আবরারের বিরুদ্ধে মিথ্যা মামলা উস্কানি ও ষড়যন্ত্রের অংশ’ ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে লংমার্চ টু গোপালগঞ্জ: ইনকিলাব মঞ্চ জুলাই শহীদদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার বৃক্ষরোপণ কর্মসূচি গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতা, নিহত ৪ জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষ ঘর থেকে বের হবেন না: আসিফ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা কাল গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: রেজওয়ানা হাসান গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারা দেশে যুবশক্তির ‘বাংলা ব্লকেড’ বাংলাদেশ খেলাফত মজলিস ধামরাই থানা কমিটি পুনর্গঠন সেনাবাহিনীর এপিসিতে গোপালগঞ্জ ছাড়লেন হাসনাত-সারজিসরা

লন্ডনের বৈঠকে ঠিক হয় ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠকে ঠিক হয় ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। আমরা আশা করব, সেই সময়ে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। অনেকে নানা পদ্ধতির কথা বলছেন। আমরা চাই, নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’

আজ সোমবার সকাল ১০টায় সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এরপর বিএনপির মহাসচিব হজরত শাহপরান (রহ.)-এর মাজারও জিয়ারত করেন। তিনি সিলেটে বার বার আসার কথা উল্লেখ করে বলেন, ‘সত্য, সুন্দর ও ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)। সেজন্য আমরা তাদের দরগায় আসি। কারণ এই মহান পুরুষরা অন্ধকারকে আলোকিত করেছিলেন।’ 

অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের বিভিন্ন দলকে উদ্দেশ্যে করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন যত বিলম্ব হবে দেশ তত পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, মায়েরা-মেয়েরা নিরাপত্তা হারাবে, জুডিশিয়াল ব্যবস্থা ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার। যেই সরকারের পেছনে রয়েছে জনগণ। নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না।’ 

নগরীর পাঠানটুলা এলাকাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক সভাপতিত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘নির্বাচনের জন্য প্রস্তুতি নেন, মানুষের কাছে যান। মানুষ যাতে বুঝতে পারে বিএনপি ছাড়া কোনো উপায় নেই। আর কত নিজেদের মধ্যে ঝগড়া করবেন? এখন সময় এসেছে মানুষের কাছে যাওয়ার। আমরা চাই, একটি গণতান্ত্রিক বাংলাদেশ। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।’

মির্জা ফখরুল আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, শেখ হাসিনা একদিনে হঠাৎ করে পালাননি, বহু মানুষের সংগ্রাম, রক্ত, ত্যাগ মিলিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হলাম। এ জন্য দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে। আমরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষ কথা বলতে পারবে, নারীরা নিরাপত্তা পাবে, তরুণরা কাজের সুযোগ পাবে, মানুষ চিকিৎসার সুযোগ পাবে।’ 

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন, তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। শেখ মুজিব একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন, চারটি রেখে সব মিডিয়া বন্ধ করেছিলেন। এ অবস্থা থেকে জিয়াউর রহমান মানুষের গণতন্ত্র, বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করেছিলেন।’

প্রধান বক্তার বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত আন্দোলন করে হাসিনামুক্ত হয়েছি। কিন্তু এখনও ষড়যন্ত্র মুক্ত হতে পারিনি। বিএনপির বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল তারা এখন নানা কথা বলছে।’

নগর বিএনপি সাধারণ সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকীর পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, তাহসিনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, মাইজুর রহমান, ডা. শাখাওয়াত হাসান জীবন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এমএ সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য নিপুণ রায় চৌধুরী, আবুল কাহের শামীম, মিজানুর রহমান চৌধুরী, সাদিয়া চৌধুরী মুন্না, জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী কয়েস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ