মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

টঙ্গীর ইজতেমায় হামলার ঘটনায় হাসপাতালে নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে অবস্থানরত আলমি শুরাপন্থীদের ওপর সাদপন্থীদের হামলায় অনেকে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমকে বলছে, এ ঘটনায় হাসপাতালে একজনের মরদেহ আনা হয়েছে।

এদিকে হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছে।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, টঙ্গীর ইজতেমার ময়দানে এই পর্যন্ত একজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া এই ঘটনায় ৩৫ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছে, এদের মধ্যে সাতজনকে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের (এসআই) মাসুদ আলম জানান, এ ঘটনায় অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাবলিগ জামাতের মুসল্লিরা হাসপাতালে ভিড় করছে। শাহবাগ থানা পুলিশ, ঢাকা মেডিকেল আনসার সদস্যরা সবাই মিলে হাসপাতালে নিরাপত্তার জন্য কাজ করছে।

এদিকে হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, টঙ্গীতে আলমি শুরাপন্থীদের ওপর সাদ গ্রুপের সংঘর্ষের ঘটনায় ভোর থেকে হাসপাতালে রোগীরা চিকিৎসা নিতে আসে। এ সময় হাসপাতালের বেতরে ও চত্বরে দুই গ্রুপের মাঝে উত্তেজনা দেখা যায়। বর্তমানে হাসপাতাল চত্বরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ