বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


মুক্তিকামী সিরিয়াবাসীদের শায়খ আহমাদুল্লাহর অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাশার আল আসাদের পতনের মাধ্যমে সিরিয়ায় অবসান ঘটেছে র্দীঘ দিনের স্বৈরশাসনের। উল্লাসে মেতে উঠেছেন সিরিয়ার সাধারণ জনগণ। সশস্ত্র যোদ্ধাদের হাতে ইতোমধ্যে পতন ঘটেছে সিরিয়ার রাজধানী দামেস্কসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোর।

মুক্তিকামী সিরিয়াবাসীদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামি আলোচক ও দাঈ শায়খ আহমাদুল্লাহ।

রোববার (৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, অসংখ্য নবী-রাসুলের পদস্পর্শ-ধন্য সিরিয়ার মাটি অবশেষে জুলুম থেকে মুক্ত হলো। সকল প্রশংসা আল্লাহর। মুক্তিকামী সিরিয়াবাসীর এই অর্জনে তাদের অভিনন্দন।

এবার অন্যসব মাজলুমরাও মুক্ত হোক বলে মহান আল্লাহর সহায়তা কামনা করেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, আবারো প্রমাণ হলো জুলুমের অবসান অনিবার্য, হোক সেটা ৫৩ বছর পর।

জালিমদের প্রতি আল্লাহর হুঁশিয়ারিমূলক পবিত্র কোরআনের এক আয়াত তুলে ধরেন তিনি। আয়াতে কারিমাটি হলো- ‘আর জালিমরা যা করছে, আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফেল মনে করো না’। (সুরা ইবরাহিম: ৪২)

উল্লেখ্য, সিরিয়ায় ৫৪ বছরের আল আসাদ রাজবংশের পতনের ঘটেছে। বাশার বিরোধীরা ধীরে ধীরে দামেস্কের নিয়ন্ত্রণ নিচ্ছে। বাশার শাসনের অবসানে এই হামলার নেতৃত্ব দিয়েছে ইসলামিক গ্রুপ হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)।

আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, অজানা গন্তব্যের উদ্দেশে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। নভেম্বরের শেষ দিকে আকস্মিকভাবে সিরিয়ার আরেক গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর দখল নেয় বিদ্রোহী গোষ্ঠী। এরপরই বজ্রগতিতে শুরু হয় তাদের আক্রমণ।

আর এতে মাত্র দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আসাদ সাম্রাজ্যের অবসান ঘটে। বিভিন্ন সূত্রে বলা হয়, সিরিয়ার সেনাবাহিনী হয় তাদের অবস্থান থেকে সরে গেছে অথবা বিদ্রোহীদের দলে ভিড়ে গেছে।

এদিকে বাশার আল আসাদের পতন, সিরিয়ার জনগণের বিজয় উল্লাসকে স্বাগত জানিয়েছেন মুসলিম বিশ্বের তীর্থস্থান কাবা শরীফের ইমাম শায়খ ইয়াসির আদ-দাওসারী। তিনি সিরিয়াসহ পৃথিবীর সব দেশের নিপীড়িত জনগণের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ