বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের নাত ও নাশিদ সন্ধ্যা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে শনিবার (১৬ আগস্ট) পূর্ব লন্ডনের হাসানাহ সেন্টার মিলনায়তনে প্রাণবন্ত একটি নাত ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 

এতে বিশ্বখ্যাত শায়ের ও কবি পাকিস্তানের সৈয়দ সালমান গিলানী তাঁর হৃদয়াপ্লুত ও চিত্তাকর্ষক কন্ঠে নাত ও নাশিদ পরিবেশন করেন। 

শুরুতে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম- প্রধান মেহমান সৈয়দ সালমান গিলানীর পরিচিতি উপস্থাপন করেন ও স্বাগত বক্তব্য দেন। প্রোগ্রাম সফল করে তুলতে ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ বিশেষ ভূমিকা পালন করেন। 

সৈয়দ সালমান গিলানী মদিনা শরিফে দ্বিতীয়বার হাজিরা দানকালে যে হৃদয় নিংড়ানো না'তে রাসূল উপস্থাপন করেছিলেন, তা মাহফিলে পেশ করলে উপস্থিত সকলের মনে নবী প্রেমের এক নতুন মাত্রা যোগ হয়। আলেম উলামার সমালোচনার জবাবে ও সালমান গিলানী কিছু পংক্তি মালা উপস্থাপন করে মাহফিলের পরিবেশকে রসাত্মক করে তোলেন। 

নাশিদ সন্ধ্যায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, লন্ডন রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব শায়খ কাজী লুৎফুর রহমান, ইউকে জমিয়তের সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, আল ইহসান একাডেমি লেস্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি হিফজুল করীম মাশুক, মাওলানা নাজিমুদ্দীন ও মিম্বার একাডেমির ইমাম শায়খ কাজী আবদুর রহমান, ইউকে জমিয়ত লন্ডন মহানগর শাখার জেনারেল সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, ইউকে জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, ইউকে জমিয়তের উপদেষ্টা আলহাজ্ব খালিছ মিয়া,হাসানাহ সেন্টার মসজিদের ইমাম মাওলানা হাফিজ আরশাদ হুসাইন, মাওলানা রেজা বিন সাদিক, বিশিষ্ট আলেম মুফতি আমানুল্লাহ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ