মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন অধ্যাদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে : বুলবুল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর অর্জনের মাঝে বিস্তর ফারাক রয়েছে: জমিয়ত মহাসচিব দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : ধর্ম উপদেষ্টা গাজায় যুদ্ধবিরতি নিয়ে ‘নতুন প্রস্তাব’ পেল হামাস ‘ইসলামী ব্যাংকিংয়ের অগ্রযাত্রা টেকসই করতে শরিয়াহ অডিটর তৈরি করা জরুরি’ ভারতের ছয়টি বিমান ভূপাতিত করার ভিডিও আছে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ‘আলেমদের মধ্যে মূল উৎস থেকে গবেষণার আগ্রহ কম’ আ. লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী ঢাকা-৮ আসন নিয়ে পরিকল্পনা জানালেন রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা ফয়সাল

কাতারে উদযাপিত হয়েছে জুলাই গণঅভ্যূত্থান দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কেএম সুহেল আহমদ (কাতার)

কাতারের রাজধানীর দোহায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে কাতার প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, রেমিট্যান্স যোদ্ধা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলেজের প্রতিনিধি, শিক্ষার্থী এবং দূতাবাসের কর্মকর্তা–কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন দূতাবাসের অনুবাদক আতাউর রমহান। অনুষ্ঠানে জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত সকল শহিদ, আহত ও পঙ্গুত্ব বরণকারী সকলের স্বাভাবিক ও সুস্থজীবন, দেশ ও জাতির  সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন দূতাবাসের অনুবাদক মোহাম্মদ নূরুল ইসলাম।

দূতালয় প্রধান ও প্রথম সচিব মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের মিশন উপ-প্রধান মো. ওয়ালিউর রহমান । বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন যথাক্রমে– মিশন উপ-প্রধান মো. ওয়ালিউর রহমান ও কাউন্সিলর মোবাশ্বেরা কাদেরী। ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা থেকে পাঠানো তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাতারস্থ হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুর রহমান।

এরপর ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে আলোচনায় অংশ নেন– মোঃ আবু ছায়েদ, আলমগীর হোসেন আলী, মহিউদ্দিন কাজল, সালেহ আহমদ খোকন, এম.এম. নূর, কাজী শামীম ও পারউইন সিলিয়া।

দূতাবাসরে কাউন্সিলর আবদুল্লাহ আল রাজীর সঞ্চলনায় দিবসটি উপলক্ষে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলেজের শির্ক্ষাথীবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক, কমিউনিটি ব্যক্তিত্ব মহিউদ্দিন কাজল ও দূতাবাসের কাউন্সলির মোহাম্মদ মাশহুদ-উল কবির।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ