সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ।। ২৫ কার্তিক ১৪৩২ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধবাজ ইসরাইলকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর কড়া হুঁশিয়ারি ‘ জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, এটা নতুন বাংলাদেশ: প্রেস সচিব  ছেলে ছাত্রদল, সম্পর্ক ছিন্নের ঘোষণা জামায়াত প্রার্থীর ২০১৪ সালে গাজায় নিহত সেনা কর্মকর্তার মরদেহ ফেরত পেল ইসরায়েল ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদ মুক্ত সংসদ চাই: হাসনাত  মৃত্যু উপত্যকায় পরিণত সুদানের এল-ফাশার, ৮৯ হাজার মানুষ বাস্তুচ্যুত যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ফিলিস্তিনি বংশোদ্ভূতদের জয়জয়কার প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে যে প্রস্তাব গেল মন্ত্রণালয়ে গাজায় যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর শঙ্কা দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন দিগন্ত: কাবুলে উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধিদল

খাওয়ার সময় ফোন বা টিভি দেখলে হতে পারে নানা স্বাস্থ্যঝুঁকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||নাজমুল হাসান||

বর্তমান ডিজিটাল যুগে টিভি, স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অনেকেই অভ্যাসবশত খাওয়ার সময় এসব স্ক্রিনে চোখ রাখেন। কিন্তু চিকিৎসক ও গবেষকদের মতে, এই অভ্যাস শরীর ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে

অতিরিক্ত খাওয়া ও ওজন বৃদ্ধি: খাওয়ার সময় মনোযোগ স্ক্রিনে চলে গেলে খাবারের পরিমাণ বোঝা কঠিন হয়। এতে প্রয়োজনের চেয়ে বেশি খাওয়ার প্রবণতা দেখা দেয়, যা ওজন বাড়ার অন্যতম কারণ।

মনোযোগের অভাব: খাওয়া ও স্ক্রিন দেখা একসঙ্গে করলে মনোযোগ বিভক্ত থাকে। ফলে খাবারের স্বাদ, গন্ধ ও তৃপ্তি ঠিকভাবে উপভোগ করা যায় না।

খাওয়ার মানের অবনতি: টিভি বা ফোনে মনোযোগ থাকার কারণে অনেক সময় অস্বাস্থ্যকর খাবার যেমন চিপস, ফাস্টফুড বা মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়া হয়। এতে পুষ্টিকর খাদ্যাভ্যাস নষ্ট হয়ে যায়।

হজমে সমস্যা:মনোযোগ ছাড়া খাওয়ার ফলে হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এতে গ্যাস, অস্বস্তি ও বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে।

বিপাক হার কমে যাওয়া: বসে বসে স্ক্রিন দেখার সময় খাওয়ার ফলে শরীরের মেটাবলিজম বা বিপাক ক্রিয়া ধীর হয়ে যায়। এতে ক্যালরি পোড়ার হার কমে গিয়ে শরীরে অতিরিক্ত চর্বি জমে।

তৃপ্তি না পাওয়া: মনোযোগ বিভক্ত থাকায় খাওয়ার পরও মনে হয় ঠিকমতো খাওয়া হয়নি। এতে মানসিক অশান্তি বা ক্ষুধা অটুট থেকে যায়।

পারিবারিক বন্ধন ক্ষতিগ্রস্ত হওয়া: একসঙ্গে বসে খাওয়ার সময় পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগ ও মেলবন্ধন বাড়ে। কিন্তু সবাই যদি ফোন বা টিভিতে ব্যস্ত থাকে, তাহলে সেই উষ্ণতা ও আলাপচারিতা হারিয়ে যায়।

খাওয়ার সময় ফোন, টিভি বা অন্য কোনো স্ক্রিন ব্যবহার থেকে বিরত থাকুন। এতে শুধু খাবার উপভোগই নয়, হজম ভালো থাকবে এবং পরিবারের সঙ্গে মানসম্মত সময় কাটানোও সম্ভব হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ