||নাজমুল হাসান||
সুস্থতা আল্লাহর একটি মহামূল্যবান নেয়ামত। আবার অসুস্থতা মুমিনের জন্য পাপ মোচনের উপায়ও বটে। তাই সুস্থতার জন্য যেমন আল্লাহর দরবারে দোয়া করা উচিত, তেমনি রোগ-ব্যাধি ও যন্ত্রণা থেকে রক্ষা পেতেও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা জরুরি।
মহান আল্লাহ মানুষকে সুস্থ রাখেন, আবার কখনো রোগও দেন। অনেক সময় বান্দাকে পরীক্ষা করার জন্য তিনি বালা-মুসিবত ও অসুস্থতা প্রদান করেন, যেন আমরা আল্লাহকে স্মরণ করি এবং বিপদে-আপদে তাঁর ওপর ভরসা রাখি। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পাশাপাশি আল্লাহর কাছে আরোগ্য কামনা করা প্রতিটি মুমিনের কর্তব্য। কোরআনে শিফার উল্লেখ রয়েছে, যা রোগমুক্তির জন্য আল্লাহর কুদরতের নিদর্শন।
হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)-কে দেখতে গিয়ে তিনবার দোয়া করেছিলেন—
“হে আল্লাহ, আপনি সাদকে সুস্থ করে দিন।”
(সহিহ বুখারি : ৫৬৫৯)
রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা অনুযায়ী অসুস্থতার সময় কিছু বিশেষ দোয়া পাঠ করা যেতে পারে।
একটি দোয়া হলো:
উচ্চারণ:
اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَأْسِ اشْفِ، أَنْتَ الشَّافِي، لَا شَافِيَ إِلَّا أَنْتَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা রাব্বান-নাসি মুজহিবাল বাসি, ইশফি আনতাশ-শাফি, লা শাফিয়া ইল্লা আনতা, শিফায়ান লা ইউগাদিরু সাকামা।
অর্থ: হে আল্লাহ! মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী। আমাকে আরোগ্য দিন। আপনি-ই আরোগ্যদানকারী; আপনার বাইরে আর কোনো আরোগ্যদাতা নেই। এমন আরোগ্য দিন, যাতে কোনো রোগ অবশিষ্ট না থাকে।
(সহিহ বুখারি : ৫৭৪২)
আরেকটি দোয়া:
উচ্চারণ:
أَسْأَلُ اللهَ الْعَظِيمَ، رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، أَنْ يَشْفِيَكَ
বাংলা উচ্চারণ:
আসআলুল্লাহাল আযিমা রাব্বাল আরশিল আযিমি আন্না ইয়াশফিয়াকা।
অর্থ: আমি মহা আরশের প্রতিপালক মহান আল্লাহর কাছে তোমার সুস্থতা প্রার্থনা করছি।
(সুনানে তিরমিজি : ২০৮৩)
সুস্থতা ও অসুস্থতা উভয়ই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কখনো তা পরীক্ষাস্বরূপ আসে, আবার কখনো মুমিনের গোনাহ মোচনের উপায় হয়।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
“মুমিনের যে কষ্টই হোক না কেন— এমনকি যদি একটি কাঁটাও বিঁধে— তা তার গোনাহের কাফফারা হয়।”
(তিরমিজি : ৩০৩৮)
আরেক হাদিসে এসেছে—
“আল্লাহ যার মঙ্গল চান, তাকে দুঃখ-কষ্টে ফেলেন।”
(সহিহ বুখারি : ৫৬৪৫)
অতএব, অসুস্থতাকে অশুভ মনে না করে ধৈর্যসহকারে চিকিৎসা গ্রহণ করা, দোয়া করা এবং আল্লাহর ওপর ভরসা রাখা উচিত।
এনএইচ/