রোগ ও যন্ত্রণা থেকে মুক্তির দোয়া
প্রকাশ:
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৭ সকাল
নিউজ ডেস্ক |
![]()
||নাজমুল হাসান||সুস্থতা আল্লাহর একটি মহামূল্যবান নেয়ামত। আবার অসুস্থতা মুমিনের জন্য পাপ মোচনের উপায়ও বটে। তাই সুস্থতার জন্য যেমন আল্লাহর দরবারে দোয়া করা উচিত, তেমনি রোগ-ব্যাধি ও যন্ত্রণা থেকে রক্ষা পেতেও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা জরুরি। মহান আল্লাহ মানুষকে সুস্থ রাখেন, আবার কখনো রোগও দেন। অনেক সময় বান্দাকে পরীক্ষা করার জন্য তিনি বালা-মুসিবত ও অসুস্থতা প্রদান করেন, যেন আমরা আল্লাহকে স্মরণ করি এবং বিপদে-আপদে তাঁর ওপর ভরসা রাখি। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পাশাপাশি আল্লাহর কাছে আরোগ্য কামনা করা প্রতিটি মুমিনের কর্তব্য। কোরআনে শিফার উল্লেখ রয়েছে, যা রোগমুক্তির জন্য আল্লাহর কুদরতের নিদর্শন। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)-কে দেখতে গিয়ে তিনবার দোয়া করেছিলেন— রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা অনুযায়ী অসুস্থতার সময় কিছু বিশেষ দোয়া পাঠ করা যেতে পারে। একটি দোয়া হলো: উচ্চারণ: বাংলা উচ্চারণ: অর্থ: হে আল্লাহ! মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী। আমাকে আরোগ্য দিন। আপনি-ই আরোগ্যদানকারী; আপনার বাইরে আর কোনো আরোগ্যদাতা নেই। এমন আরোগ্য দিন, যাতে কোনো রোগ অবশিষ্ট না থাকে। আরেকটি দোয়া: উচ্চারণ: বাংলা উচ্চারণ: অর্থ: আমি মহা আরশের প্রতিপালক মহান আল্লাহর কাছে তোমার সুস্থতা প্রার্থনা করছি। সুস্থতা ও অসুস্থতা উভয়ই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কখনো তা পরীক্ষাস্বরূপ আসে, আবার কখনো মুমিনের গোনাহ মোচনের উপায় হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন— আরেক হাদিসে এসেছে— অতএব, অসুস্থতাকে অশুভ মনে না করে ধৈর্যসহকারে চিকিৎসা গ্রহণ করা, দোয়া করা এবং আল্লাহর ওপর ভরসা রাখা উচিত। এনএইচ/ |