শরীয়তপুর গোসাইরহাটে ২৫ বছর ইমামতি করার পর ফুলে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে করে একটি মসজিদের ইমাম মাওলানা আব্দুছ ছালাম আজাদকে বিদায় জানিয়েছেন মুসল্লিরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া উত্তর বাজার জামে মসজিদ এলাকা থেকে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
পাশাপাশি ওই ইমামকে নগদ ২ লাখ তিন হাজার টাকা ও পাঞ্জাবি, টুপি, জায়নামাজসহ বিভিন্ন সম্মানী দেওয়া হয়।
উত্তর হাটুরিয়া জামে মসজিদের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়ব মিয়া ও আনিছুর রহমান সিকদার বলেন, ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, তিনি আমাদের জীবনে নানা দিক-নির্দেশনা দিয়েছেন। সমাজের মানুষ যেন দিনের পথে আসে সেই কাজ করেছেন তিনি। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এমন সম্মাননা দিয়েছি।
আবেগজড়িত কণ্ঠে ইমাম মাওলানা আব্দুছ ছালাম আজাদ বলেন, জীবনের বড় একটি অংশ এ মসজিদে আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।
আরএইচ/