শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৯ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭

শিরোনাম :
খেজুর গাছ প্রতীকে ভোট চাইলেন তারেক রহমান ‌‘প্রধানমন্ত্রীর ফ্যাসিস্ট হওয়া রুখে দিতে গণভোটের বিকল্প নেই’ মুরাদনগরে হাতপাখার পক্ষে উৎসবমুখর প্রচারণা হিফজ সম্পন্নকারী ছাত্রীদের সংবর্ধনা দেবে মাদরাসাতুল হিকমাহ আল-ইসলামিয়াহ ১২ তারিখে জনগণের রায় হবে জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে: আরমান ভোটে লড়ছেন আমিরসহ খেলাফত আন্দোলনের ৮ প্রার্থী এবার সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্য জামায়াত প্রার্থী আমির হামজার সিলেট-৫: দেওয়াল ঘড়ির সমর্থনে জকিগঞ্জে গণসংযোগ একজন তো দিল্লি গেছে, আরেকজন তো কিছু হলেই পিণ্ডি চলে যায় : তারেক রহমান ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট : প্রধান উপদেষ্টা

ওমরাযাত্রীদের জন্য জাবালে রহমতে নতুন সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি ওমরা মৌসুমে আরাফাতের ময়দান ভ্রমণকারীদের জন্য বিশেষ ধর্মীয় দিকনির্দেশনা কর্মসূচি চালু করেছে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানায়, ওমরাযাত্রীদের সুবিধার্থে এবং ধর্মীয় বিষয়ে সঠিক পরামর্শ প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয় একাধিক ভাষায় বিশেষজ্ঞদের সেবা চালু করেছে। ইতোমধ্যেই আগত দর্শনার্থীরা এ সুবিধা গ্রহণ করছেন।

এ উদ্দেশ্যে জাবালে রহমতের কাছে বেশ কয়েকটি বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে বিভিন্ন ভাষায় তথ্যপত্র ও পুস্তিকা বিতরণ করা হচ্ছে। পাশাপাশি কোনো দর্শনার্থী যদি সরাসরি ধর্মীয় নির্দেশনা চান, তবে নিয়োজিত বিশেষজ্ঞরা তাৎক্ষণিক পরামর্শ দিচ্ছেন। বিভিন্ন দেশের হাজি ও ওমরাযাত্রীরা নিজেদের ভাষায় সঠিক তথ্য ও দিকনির্দেশনা পেয়ে উপকৃত হচ্ছেন।

উল্লেখ্য, উমরা মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা মিন্না, মুজদালিফা ও আরাফাতের ময়দানসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহ ভ্রমণ করেন। বিশেষত জাবালে রহমতে পৌঁছে নফল নামাজ আদায় ও দোয়া করা হয়ে থাকে। অনেকে এ সময় স্মৃতিচারণ হিসেবে ছবি তোলেন।

এদিকে স্থানীয় প্রশাসন জাবালে রহমতে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। যাতায়াত নির্বিঘ্ন করতে পাহাড়ে ওঠা-নামার রাস্তাগুলো একমুখী করে দেওয়া হয়েছে, যাতে আগমন ও প্রস্থানের মাঝে কোনো ভিড় বা জটলা না হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ