আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসুল, সদাচার পাওয়ার ক্ষেত্রে কে সবচেয়ে বেশি অগ্রগণ্য? তিনি বলেন, তোমার মা।
তিনি বলেন, তারপর কে? রাসুল (সা.) বলেন, তোমার মা।
তিনি বলেন, তারপর কে? রাসুল (সা.) বলেন, তোমার মা। তিনি বলেন, তারপর কে? রাসুল (সা.) বলেন, তোমার পিতা। (সহিহ বুখারি, হাদিস : ৫৯৭১)
সবসময় মায়ের সঙ্গে সদাচারের নির্দেশ
আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে বললো, আপনি আমাকে কী আদেশ করেন? রাসুল (সা.) বলেন, ‘তুমি তোমার মায়ের সঙ্গে সদাচারণ করবে।’ ওই ব্যক্তি পুনরায় একথা বললে রাসুল (সা.) বলেন, ‘তোমার মায়ের সঙ্গে সদাচারণ করবে।’ ওই ব্যক্তি পুনরায় একথা বললে রাসুল (সা.) বলেন, ‘তোমার মায়ের সঙ্গে সদাচারণ করবে।’ ওই ব্যক্তি চতুর্থবার একই কথা বললে রাসুল (সা.) বলেন, ‘তোমার মায়ের সঙ্গে সদাচার করবে।’ সে পঞ্চমবার জিজ্ঞেস করলে রাসুল (সা.) বলেন, ‘তোমার পিতার সঙ্গে সদাচারণ করবে।’ (আল-আদাবুল মুফরাদ, হাদিস : ৫)
এছাড়াও কুরআনে আল্লাহ বলেছেন, “আমি মানুষকে তার পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি।”(সূরা লুকমান, আয়াত: ১৪)
এমএইচ/