মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭


ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশাধিকার বন্ধ করে দিল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এতদিন ইরানে যেতে ভিসার প্রয়োজন হতো না ভারতীয়দের; তবে এই নিয়ম বদলাচ্ছে। এখন থেকে ইরানে প্রবেশ করতে হলে অবশ্য ভিসা থাকতে হবে ভারতীয়দের।

সোমবার ১৭ অক্টোবর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের কাছে তথ্য আছে যে ভিসামুক্ত প্রবেশের সুবিধা নিয়ে অনেক প্রতারকচক্র ও ব্যক্তি তৃতীয় দেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ ভারতীয়দের ইরানে আনছে এবং তারপর অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। সম্প্রতি সময়ে এমন বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমরা জানতে পেরেছি যে অপরাধীরা ভিসামুক্ত প্রবেশের সুবিধা নিয়ে এই ধরণের কার্যক্রম করছে।”

“তাই এই ধরণের অপরাধী তৎপরতা থামাতে আমরা ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশাধিকার স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে প্রতেক সাধারণ ভারতীয়কে ইরানে প্রবেশ করতে হলে সঙ্গে ভিসা রাখতে হবে। আগামী ২২ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।”

প্রসঙ্গত, পর্যটন খাতের উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য এশিয়ার বেশ কিছু দেশের পর্যটকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়েছে ইরান। এসব দেশের তালিকায় ভারতও রয়েছে।

ভ্রমণ গন্তব্য হিসেবে ভারতীয় পর্যপটদের কাছে ইরান বেশ জনপ্রিয়। ইরানের শিরাজ এবং ইস্ফানহান শহরের স্থাপত্য ও সৌন্দর্যের অনেক ভারতীয় পর্যটককে আকর্ষণ করে। এছাড়া শিয়া মুসলিমদের জন্য ধর্মীয়ভাবে কোম এবং মাশহাদ শহর গুরুত্বপূর্ণ।

এসবের বাইরে ট্রানজিট হাব হিসেবেও গুরুত্ব আছে ইরানের। ইরান থেকে ইউরোপ এবং মধ্যএশিয়ার ফ্লাইটগুলো সরাসরি চলাচল করে। তাই মধ্য এশিয়া ও ইউরোপগামী অনেক ভারতীয় পর্যটক, যাদের বাজেট পরিমিত— তারা ইরানে যাত্রাবিরতি দেন।

সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ