শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লড়াই করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে: অধ্যক্ষ মাসউদ খান পাঁচ বিভাগের ৫৮ আসনে প্রার্থী ঘোষণা করল জমিয়ত ভোলায় উপজেলা সহকারী কমিশনার’র বদলি ঠেকাতে মানববন্ধন  শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার জুলুম: জাতীয় মসজিদের খতিব সময় টিভির সাংবাদিকদের ওপর হামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব জানিয়ে দেব: ঢাবি ভিসি নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান সম্পন্ন  কাতারে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী আন্দোলন

দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দীর্ঘ এক দশক পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এ সফর হলো।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। এ সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও উপস্থিত ছিলেন।

প্রথমে গত ২৭ এপ্রিল দারের ঢাকা সফর হওয়ার কথা থাকলেও ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সীমান্ত উত্তেজনার কারণে তা স্থগিত করে ইসলামাবাদ।

কূটনৈতিক সূত্র বলছে, দারের এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবন, রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বৃদ্ধি এবং বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়কে গুরুত্ব দিচ্ছে উভয় দেশ।

রবিবার সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মূল বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। তারা প্রথমে একান্তে বৈঠক করবেন, এরপর প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। বৈঠক শেষে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ, বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমির সহযোগিতা, রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর মধ্যে সমঝোতা এবং আন্তর্জাতিক ও কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতাসহ পাঁচ থেকে ছয়টি চুক্তি ও এমওইউ সই হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, আলোচনায় ব্যবসা-বিনিয়োগ, কৃষি, জনগণের যাতায়াত সহজীকরণসহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে অগ্রগতি আনার চেষ্টা থাকবে। তবে বাংলাদেশ স্পষ্ট করছে, সম্পর্ক এগিয়ে নিতে হলে ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য অংশসহ অমীমাংসিত ঐতিহাসিক ইস্যুগুলোর সমাধান অপরিহার্য।

রোববার বিকেলে ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন। তার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করার পাশাপাশি জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার সর্বশেষ ঢাকায় এসেছিলেন। এক দশকেরও বেশি সময় পর এবার ইসহাক দারের এ সফরকে ঢাকা-ইসলামাবাদ সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ