বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ ।। ৬ ভাদ্র ১৪৩২ ।। ২৭ সফর ১৪৪৭

শিরোনাম :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন মঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দাঙ্গা সম্পর্কিত ৮টি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের জামিন আবেদন মঞ্জুর করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (২১ আগস্ট) পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি, বিচারপতি মুহাম্মদ শফি সিদ্দিকী ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের বেঞ্চ আবেদনগুলোর পুনঃশুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

ইমরান খানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সালমান সফদার, আর রাষ্ট্রপক্ষে ছিলেন পাঞ্জাবের বিশেষ প্রসিকিউটর জুলফিকার নকভি।

পিটিআইয়ের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে “বিজয়” হ্যাশট্যাগ ব্যবহার করে এই জামিন মঞ্জুরের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বর মাসে লাহোরের একটি সন্ত্রাসবিরোধী দাঙ্গার মামলায় ইমরানের জামিন আবেদন প্রত্যাখ্যান করেন আদালত। পরবর্তীতে ২৪ জুন লাহোর হাইকোর্টও তার আবেদন খারিজ করে। দুই বছরেরও বেশি সময় ধরে ইমরান খান বিভিন্ন দুর্নীতি মামলায় আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।

সূত্র: ডন

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ