আবু সাঈদ
প্রতিবেশী হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারত এবং পরাশক্তি আমেরিকাকে খুশি করার জন্য এদেশের রাজনীতিবিদ, কথিত বুদ্ধিজীবী, পুঁজিপতিদের পূজারী সাংবাদিকরা প্রায়ই অনর্থক আলেমদের বিরুদ্ধে বিষোদগারে লিপ্ত হয়। তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে।
অথচ এদেশের আলেম ওলামাদের বাস্তব অবস্থা অবস্থান অবদান ও অনুদান একটু নজর বুলালেই দেখতে পারবেন।
১। ৫৫ বছরের বাংলাদেশে কোনো আলেমই কোনো সন্ত্রাস বা উগ্রবাদ বা চাঁদাবাজিতে জড়ায়নি। আলেমরা শান্তিপ্রিয় শান্তিকামী একথা বারবার প্রমাণিত।
২। হিফজুল কুরআন থেকে শুরু করে ধর্মীয় জ্ঞানে এদেশের ওলামায়ে কেরাম বারবার দেশের নাম উজ্জ্বল করেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে।
৩। আলেমদের কল্যাণে এদেশের ধর্মীয় শিক্ষার মান বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্রের চেয়ে উন্নত।
৪। দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ ও স্বাক্ষরতা বৃদ্ধি ও নৈতিক শিক্ষা বিতরণে রাষ্ট্রের সবচে বড় সহযোগী ওলামায়ে কেরাম। অথচ রাষ্ট্রীয় কোষাগার থেকে দুই টাকা বরাদ্দও নেয় না তারা।
৫। আর্ত মানবতার সেবায় সবচে বেশি কন্ট্রিবিউশান ওলামায়ে কেরামের। দেশের জনগণকে নিঃস্বার্থ সেবা প্রদানে তাদের সমকক্ষ দ্বিতীয় আরেকটি জনগোষ্ঠী নেই।
৬। খুন গুম ধর্ষণ মাদক সুদ ঘুষসহ যাবতীয় অন্যায় অবিচার নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি ওলামায়ে কেরাম নিজেদের অবস্থানে থেকে ওয়াজ নসীহতের মাধ্যমে মানুষের মাইন্ড চেঞ্জের কাজ করে যাচ্ছেন। সমাজের ভারসাম্য রক্ষায় তাদের অবদান অনস্বীকার্য।
৭। আলেমদের কারণেই ইসলাম ধর্ম পালনের ক্ষেত্রে বাংলাদেশের মুসলমান অন্য সকল রাষ্ট্রের মুসলিমদের চেয়ে উন্নত ধার্মিক। ধর্ম কর্ম চর্চায় বাংলাদেশের মুসলিমরা বিশ্বের অন্যতম সেরা।
৮। এদেশের ওলামায়ে কেরাম আপোসহীন হলেও উদার। এতোটাই উদার যে, সকল ধর্মের অনুসারীরা এদেশে যতটা নির্বিঘ্নে ধর্ম কর্ম করছে বিশ্বের অন্য কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায় এতোটা নির্বিঘ্ন নয়।
৯। অবাধ যৌনতা নিয়ন্ত্রণ, পারিবারিক বন্ধক অটুট রাখা, বংশ পরিচয়ের সুরক্ষা, সতীত্ব বজায় ইত্যাদি সভ্যতার চর্চা ও চাষ আলেমদের কল্যাণেই এখনো এদেশে কিছুটা আছে।
১০। মানি লন্ডারিং, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ, সেকন্ডহোম বানানো, বেগমপাড়া গড়ে তোলা, কাড়ি কাড়ি সম্পদ কামানোর অসুস্থ প্রতিযোগিতা, জুয়া, মাদকব্যবসা ইত্যাদি রাষ্ট্র ও সমাজ বিধ্বংসী কর্মকাণ্ডের সাথে ওলামায়ে কেরামের কোনো সম্পৃক্ততা নেই।
১১। সুস্থ সমাজ ও মানবতার হুমকি ধূমপান, মাদকসেবন, হত্যা, আত্মহত্যা, ডিপ্রেসন ইত্যাদি মহামারী থেকেও উলামায়ে কেরাম মুক্ত। যদিও গোটা বিশ্ব আজ এগুলো দ্বারা আক্রান্ত।
লেখক: শিক্ষক, জামেয়াতুর রাশাদ, মিরপুর, ঢাকা
এমএইচ/