অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় আরও ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের অবরোধ ও অনাহারে শিশুসহ আরও দুজনের মৃত্যু হয়েছে বলে আলজাজিরার প্রতিবেদনে চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডাসহ মোট ২৬টি দেশ গাজার ‘অকল্পনীয় ভোগান্তি’ ও ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা অবিলম্বে সহিংসতা বন্ধ ও দুর্ভিক্ষ মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার নিহতদের মধ্যে ১৯ জন ছিলেন ত্রাণ সংগ্রহে যাওয়া মানুষ। উত্তর গাজার জিকিম ক্রসিংয়ে ত্রাণপ্রার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি সেনারা। প্রত্যক্ষদর্শী সাইয়্যেদ বলেন, “চারপাশে গুলি চলছিল, কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের সামনেই মানুষ মারা যাচ্ছিল, কিন্তু কিছু করার সুযোগ ছিল না।”
আরেক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আবু নাহাল জানান, “হামলার সময় পেটে ভর দিয়ে হামাগুড়ি দিচ্ছিলাম। চারদিকে গুলি চলছিল। শুধু বাচ্চাদের জন্য খাবার আনতেই এসেছিলাম, খাবার-পানি থাকলে আসতাম না।”
গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৩৮ জনে। যুদ্ধ শুরুর পর থেকে দুর্ভিক্ষে মৃত্যু হয়েছে ২২৭ জনের, যার মধ্যে রয়েছে শতাধিক শিশু।
এসএকে/