শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

বাংলাদেশকে সমর্থন দেওয়ার অঙ্গীকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। পাশাপাশি তিনি মিয়ানমর সংকট নিয়ে আছিয়ান সদস্য দেশগুলোর মধ্যে ঐক্যেরও আহ্বান জানিয়েছেন।

মালয়েশিয়া সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠক শেষে মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের কাছে এই তথ্য জানান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

জয়েন্ট ব্রিফিংয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং শরণার্থী সংকট মোকাবিলা করা মালয়েশিয়ার অন্যতম প্রধান অগ্রাধিকার। বিশেষ করে বাংলাদেশ, যেখানে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় পেয়েছে, সেই দেশের প্রতি সমর্থন দেওয়া মালয়েশিয়ার অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও শরণার্থীদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। একইসঙ্গে মিয়ানমর সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতার প্রচেষ্টাকে অগ্রাধিকার দিতে হবে।

আনোয়ার উল্লেখ করেন, “আমি বাংলাদেশি কর্তৃপক্ষকে নিউইয়র্ক, কাতার ও মালয়েশিয়াসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে উদ্যোগ নেওয়ার জন্য প্রশংসা করি।”

তিনি জানান, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহম্মদ হাসান ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের সঙ্গে সমন্বয় করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মিয়ানমার সফর করবেন, যেখানে শান্তি প্রতিষ্ঠা ও নৃশংসতার শিকার জাতিগত সংখ্যালঘু ও মিয়ানমারের জনগণের জন্য শান্তিপূর্ণ সমাধান করা হবে।

এর আগে, সোমবার ড. মুহাম্মদ ইউনূস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। মঙ্গলবার বিকেলে তিনি সেখানে একটি ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণ করবেন এবং মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

পরবর্তী দিনে, বুধবার, ড. মুহাম্মদ ইউনূস ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার (ইউকেএম) আচার্য এবং নেগেরি সেমবিলান রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ