শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার নিন্দা রাশিয়ার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (৯ আগস্ট) ইসরায়েলের গাজা শহর দখল পরিকল্পনার কঠোর নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই পরিকল্পনা গাজা উপত্যকায় মানবিক সংকটকে আরও গভীর ও মারাত্মক করবে। খবর এএফপির।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইতিমধ্যেই বিরাজমান ভয়াবহ পরিস্থিতি এ ধরনের পদক্ষেপের ফলে আরও খারাপ হবে, যেখানে মানবিক বিপর্যয়ের সব লক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৮৭ শতাংশ এলাকা ইতোমধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে অথবা সরিয়ে নেওয়ার নির্দেশের আওতায় রয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে, সামরিক অগ্রগতি চলমান সংকটকে ‘বিপর্যয়কর পরিণতি’ ডেকে আনতে পারে।

বিশ্বজুড়ে বিভিন্ন দেশ গাজা শহরের ওপর ইসরায়েলের এই দখল পরিকল্পনাকে সমালোচনা করেছে এবং এ নিয়ে সংঘাত ও রক্তপাত বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলো অস্ত্রবিরতি, বন্দিদের মুক্তি এবং মানবিক সাহায্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবি তুলেছে।

হামাস, ইরান, সৌদি আরবসহ অনেক দেশ এই পরিকল্পনাকে জাতিগত নির্যাতন ও গণহত্যা হিসেবে বর্ণনা করেছে। পাশাপাশি মিশর, জর্ডান, তুরস্ক, স্পেনসহ অন্যান্য রাষ্ট্র দুই-রাষ্ট্র সমাধান ও ফিলিস্তিনি অধিকার লঙ্ঘন বলে কঠোর নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ