শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার নিন্দা রাশিয়ার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (৯ আগস্ট) ইসরায়েলের গাজা শহর দখল পরিকল্পনার কঠোর নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই পরিকল্পনা গাজা উপত্যকায় মানবিক সংকটকে আরও গভীর ও মারাত্মক করবে। খবর এএফপির।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইতিমধ্যেই বিরাজমান ভয়াবহ পরিস্থিতি এ ধরনের পদক্ষেপের ফলে আরও খারাপ হবে, যেখানে মানবিক বিপর্যয়ের সব লক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৮৭ শতাংশ এলাকা ইতোমধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে অথবা সরিয়ে নেওয়ার নির্দেশের আওতায় রয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে, সামরিক অগ্রগতি চলমান সংকটকে ‘বিপর্যয়কর পরিণতি’ ডেকে আনতে পারে।

বিশ্বজুড়ে বিভিন্ন দেশ গাজা শহরের ওপর ইসরায়েলের এই দখল পরিকল্পনাকে সমালোচনা করেছে এবং এ নিয়ে সংঘাত ও রক্তপাত বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলো অস্ত্রবিরতি, বন্দিদের মুক্তি এবং মানবিক সাহায্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবি তুলেছে।

হামাস, ইরান, সৌদি আরবসহ অনেক দেশ এই পরিকল্পনাকে জাতিগত নির্যাতন ও গণহত্যা হিসেবে বর্ণনা করেছে। পাশাপাশি মিশর, জর্ডান, তুরস্ক, স্পেনসহ অন্যান্য রাষ্ট্র দুই-রাষ্ট্র সমাধান ও ফিলিস্তিনি অধিকার লঙ্ঘন বলে কঠোর নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ