শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

গাজায় আরও ২ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করল সন্ত্রাসী ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় রক্তাক্ত গাজা উপত্যকা। চলমান এই সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ এবং সংবাদকর্মীরা। বর্বর ইসরায়েলি বিমান হামলায় এবার নতুন করে প্রাণ হারালেন আরও দুই ফিলিস্তিনি সাংবাদিক। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ফটোসাংবাদিক তামের আল-জা’আনিন এবং সংবাদপত্র সম্পাদক ওয়ালা আল-জাবারি।

২৩ জুলাই, বুধবার গাজার মিডিয়া অফিসের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তামের আল-জা’আনিন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার হয়ে ফটোসাংবাদিক হিসেবে কাজ করতেন এবং ময়দান থেকে বাস্তবতার ছবি তুলে আনতেন। অন্যদিকে, ওয়ালা আল-জাবারি একাধিক গণমাধ্যমে সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন এবং সম্প্রতি মানবিক সংকট নিয়ে প্রতিবেদন তৈরির কাজ করছিলেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে এই দুই সংবাদকর্মীকে হত্যা করেছে। নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গাজার মিডিয়া অফিস বলেছে, “ইসরায়েলি দখলদার বাহিনী সুপরিকল্পিতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করছে। এটি শুধুমাত্র মানবতা বিরোধী অপরাধ নয়, বরং তথ্যপ্রবাহ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হামলা।”

ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় ২৩১ জন সাংবাদিক নিহত হয়েছেন। এই সংখ্যা একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ সাংবাদিক হত্যাকাণ্ডগুলোর মধ্যে অন্যতম। যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা একটি আন্তর্জাতিক বাধ্যবাধকতা হলেও, গাজায় বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ