শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাকির নায়েক ইস্যুতে ভারত সরকারের মন্তব্যের জবাব দিল ঢাকা ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : ইবনে শায়খুল হাদিস রিটার্নিং কর্মকর্তারা ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন: ইসি আনোয়ারুল গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় জেলে আটক করেছে পাকিস্তান জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন মানবে না জনগণ : মামুনুল হক ইসলামিক দলগুলো ছাড়া অন্য দলগুলোর মধ্যে সমন্বয় নেই : হাসনাত আবদুল্লাহ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে গোপালগঞ্জে ওলামা-মাশায়েখ  সম্মেলন অনুষ্ঠিত সৌদির শাসকদের নিয়ে যা বললেন গ্র্যান্ড মুফতি কওমি শিক্ষার্থীদের দেশ-জাতির সেবায় নিয়োজিত করার বিষয়টি কোথায় আটকে আছে? ৪ দিনের কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

ভারতের ওয়াকফ বিল বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের দুই কক্ষের সংসদে যে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাস হয়েছে এর বিরুদ্ধে ফুঁসে উঠছে দেশটির কোটি কোটি মুসলমান। এই বিলের বিরুদ্ধে ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে অল ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। এই আইন বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে সংগঠনটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটের সমালোচনা করে এআইএমপিএলবি বলেছে, এ জোটের সঙ্গে থাকা দল জেডি (ইউ), টিডিপি এবং এলজেপি (রামবিলাশ) পার্লামেন্টে ওয়াকফ বিল পাসে সমর্থন জানিয়েছে। এর মাধ্যমে নিজেদের কথিত ধর্মনিরপেক্ষতার মুখোশ খুলেছে এ দলগুলো।

বিতর্কিত এই নিপীড়নমূলক আইনের বিষয়ে সংবিধান অনুযায়ী যা কিছু করা যায় তার সব করা হবে বলে ভারতীয় মুসলিমদের আশ্বস্ত করেছে এআইএমপিএলবি। এ আইন নিয়ে মুসলিমদের হতাশ হয়ে না পড়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ওয়াকফ আইন বাতিলের বিষয়ে কেবল সুপ্রিম কোর্টের দারস্থই হবে না ভারতীয় মুসলিমরা বরং এটির বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রাম অব্যাহত রাখা হবে। এমনকি ঈদুল আজহার পর আন্দোলনের দ্বিতীয় ধাপের ঘোষণা দেবে এআইএমপিএলবি।

প্রসঙ্গত, ভারতে ২৫টির বেশি ওয়াকফ বোর্ড রয়েছে। যাদের অধীনে আছে ৮৫ হাজার সম্পত্তি এবং ৯ লাখ একর জমি। মুসলিমরা ধর্মীয় ও অন্যান্য উদ্দেশ্যে যেসব জমি বা সম্পদ দান করেন সেগুলো ওয়াকফ হিসেবে পরিচিত। এই জমি বেচাকেনা করা যায় না। আর এগুলোর তদারিক করে থাকে মুসলিমরাই।

তবে বিতর্তিক ওয়াকফ বিল পাস করে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের রাখার নিয়ম করা হয়েছে। ভারতীয় মুসলিমদের আশঙ্কা, এই আইনের মাধ্যমে তাদের সম্পদ দখলের পরিকল্পনা করছে নরেন্দ্র মোদির বিজেপি সরকার। মূলত মুসলিমদের সম্পদ কেড়ে নেওয়া এবং তাদের আরও কোণঠাসা করতেই এই বিল আনা হয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ