মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলা এবং ইসলামের সঠিক বার্তা মানুষদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজন করছে ‘বিশেষ দাওয়াহ প্রশিক্ষণ ২০২৬’।

বর্তমান সমাজ ও সভ্যতার বহুমুখী সংকটের যুগে, দক্ষ ও প্রজ্ঞাবান দাঈ গড়ে তোলার বিকল্প নেই। আমাদের প্রয়োজন এমন একদল প্রাজ্ঞ দাঈ, যারা সময়ের ভাষা বোঝেন, আধুনিক মতবাদ ও উদ্ভূত সমস্যাগুলো বিশ্লেষণ করতে সক্ষম, এবং ইসলামের আলোকে কার্যকর সমাধান দিতে পারেন। তারা শুধুমাত্র নির্দিষ্ট বিষয়ে পাণ্ডিত্য অর্জন নয়, বরং বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সমকালীন সব প্রতিকূলতার মোকাবিলায় অকুতোভয় হবেন।

দাওয়াহর ময়দানে প্রজ্ঞা ও দক্ষতার কোনো বিকল্প নেই। সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং মানুষের কাছে দীনের বার্তা সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য এটি এক অনন্য সুযোগ। এটি কেবল একটি প্রশিক্ষণ নয়; এটি নিজেকে একজন দূরদর্শী ও যোগ্য দাঈ হিসেবে গড়ে তোলার বিশেষ মঞ্চ। দীনি ইলম ও দাওয়াহর ময়দানে নিজের মেধাকে আরও শাণিত করতে এবং সময়ের প্রয়োজনে নিজেকে প্রস্তুত করতে আজই আবেদন করুন।

?  কোর্সের বিস্তারিত তথ্য:
?️ সময়কাল: ০১ থেকে ২০ রমাদান।
? আসন সংখ্যা: ২০০ জন (বাছাইকৃত)।
⏰ ক্লাসের সময়: সকাল ৯:৩০ থেকে জোহর পর্যন্ত। 

✅ কোর্সের বৈশিষ্ট্য:
? বিশেষ সেশন
? ইন্টারঅ্যাকটিভ ক্লাস 
? ক্লাস শীট ও রিডিং ম্যাটেরিয়ালস প্রদান
? আলেমদের জন্য ইংরেজি ভাষা শিক্ষার সুযোগ।
? জেনারেলদের জন্য শুদ্ধরূপে কুরআন তিলাওয়াত শিক্ষার সুযোগ।
? শিক্ষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে শেখার সুযোগ
? প্রশিক্ষণ শেষে সনদপত্র।

✅ সুযোগ-সুবিধাসমূহ:
? ইলমি ও আমলি পরিবেশ
? বিদগ্ধ আলেম, গবেষক ও দাঈদের সাহচর্য, দিকনির্দেশনা গ্রহণ ও মতবিনিময়ের সুযোগ।
? আবাসিক প্রশিক্ষণার্থীদের জন্য থাকা ও খাবারের সুব্যবস্থা।
? অনাবাসিক থেকেও কোর্সে অংশগ্রহণের সুযোগ।

✅ আবেদনের যোগ্যতা
? নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে তাকমীল, ফাযিল-কামিল, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স অথবা সমমানের ক্লাসে অন্তত ৭০% নম্বর পেয়ে উত্তীর্ণ।
? আবেদন করুন : 
দাওয়াহ প্রশিক্ষণ ২০২৬  এ অংশ নিতে কমেন্টে দেয়া গুগল ফর্মে আবেদন করুন।
⚠️ নোট: আবেদনকারীদের মধ্য থেকে যোগ্যতা ও উপযুক্ততার বিবেচনায় নির্বাচিতদের ফোন কল এর মাধ্যমে অবহিত করা হবে।

✅ সার্বিক যোগাযোগ 
? মোবাইল: +880 1958-277668
? ঠিকানা: প্লট-৬২, ৬৪, ব্লক-এ, রোড-৩, আফতাবনগর, ঢাকা।
? আয়োজনে: আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান)।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ