মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাকে সমর্থন জানিয়ে জামায়াতে ইসলামীসহ তিন দলের প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে জোটের স্বার্থে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

প্রার্থিতা প্রত্যাহার করা নেতারা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ও খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা দেলওয়ার হোসাইন।

১০ দলীয় জোট থেকে এই আসনটিতে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিষয়টি নিয়ে টানাপোড়েন চলছিল। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) জামায়াতে ইসলামীর সঙ্গে দেন-দরবারে বাংলাদেশ খেলাফত মজলিস আসনটি নিজেদের ভাগে আনতে সক্ষম হয়।

মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে গত ৬ ডিসেম্বর প্রার্থী হিসেবে ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বরেণ্য বুজুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর একমাত্র ছেলে। জামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি।

এই আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালেককে। তার সঙ্গেই মাওলানা রাজুর মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ