বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

কিমের আমন্ত্রণে উত্তর কোরিয়ায় যাচ্ছেন পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামীকাল মঙ্গলবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, সফরে দেশ দুটির মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হবে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ায় গিয়েছিলেন ২০০০ সালে। দীর্ঘ ২৪ বছর পর আবার দেশটিতে যাবেন পুতিন। এর আগে, গত বছরের সেপ্টেম্বর ট্রেনে চড়ে রাশিয়া সফরে গিয়েছিলেন উত্তর কোরীয় নেতা কিম জং–উন। সেই সফরে পুতিনকে নিমন্ত্রণ জানান পিয়ংইয়ং। সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে আগামীকাল দেশটিতে সফরে আসছেন পুতিন।

২০২২ সালে, ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর এটিই পুতিনের প্রথম বিদেশ সফর হতে চলেছে। তাও আবার পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটিতে। এই সফর ঘিরে পশ্চিমা দেশগুলোতে বাড়বে অস্থিরতা বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

সোমবার এক সংবাদ সম্মেলনে পুতিনের সহযোগী ইউরি উশাকভ বলেছেন, ‘পুতিনের উত্তর কোরিয়া সফরের কিছু এজেন্ডা থাকবে। সেগুলো বাস্তবায়নে উভয় নেতাই নতুন কিছু চুক্তিতে স্বাক্ষর করবেন। আশা করছি, পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন হবে।’

উত্তর কোরিয়ায় দু’দিনের সফর শেষে বুধবার পুতিন যাবেন ভিয়েতনামে। কমিউনিস্ট-শাসিত দেশটিতে এই সফর সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করার জন্য রাশিয়ার আরেকটি কৌশল বলে ধারণা করা হচ্ছে।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ