শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
দিবালোকে পাথর মেরে হত্যায় সর্বোচ্চ শাস্তির দাবি জমিয়তের মিটফোর্ডে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচার দাবি ছাত্র জমিয়তের মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা আলমডাঙ্গায় আল মাহমুদের জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনাসভা ঝিনাইদহে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ ‘চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যায় পুরো জাতি স্তম্ভিত’ বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম যুগপূর্তি উৎসব ও দেয়ালিকা-ম্যাগাজিন প্রদর্শনী-২০২৫ নব্য হায়েনাদের তাণ্ডবে রক্তাক্ত বাংলাদেশ! পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা: প্রতিবাদে উত্তাল ঢাবি পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: ২ জন রিমান্ডে

২৫ দিন হেঁটে মক্কা থেকে মদিনায় এক প্রতিবন্ধী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

পবিত্র শহর মক্কা থেকে ২৫ দিনে পায়ে হেঁটে নবীর শহর মদিনা পৌঁছান প্রতিবন্ধী পর্যটক আহমদ ইয়াহইয়া আসিরি। খবর আল-আরাবিয়া ডটনেট। 

আহমদ ইয়াইহিয়া বলেন, অসুস্থতার কারণে দুই বছর বয়সে তার ডান পা অবশ হয়ে যায়। সেটা আর বড় হয়নি, বাম পা থেকে ডান পা পাঁচ সেন্টিমিটার ছোট।

এভাবেই জীবন চলতে থাকে। ত্রিশ বছর বয়সে তিনি নিজেকে প্রস্তুত করা শুরু করেন। তার ভাষায়, ‘চার বছর আগে, আমি হাঁটার জন্য মনস্থির করি। বিশেষ করে করোনা মহামারির যুগে হাঁটা শুরু করি। আমার উদ্দেশ্য ছিল, সমাজের প্রতিবন্ধীদের এই বার্তা পৌঁছে দেওয়া যে, তাদের প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তারা হাঁটতে বের হতে পারে এবং তাদের সম্পর্কে সমাজের ধারণা পরিবর্তন করতে পারে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন আমি পঙ্গু বলেই গর্বিত। এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’

শুরুতে আহমদ ইয়াইহিয়া দিনে ৪৫ মিনিট করে হাঁটতেন। তিনি বলেন, ‘আমি খামিস মুশাইত থেকে (দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের একটি পার্বত্য অঞ্চল) হেঁটে আবহার আছির পর্বতমালা পর্যন্ত চার দিনে গিয়েছি। ভবিষ্যতে আমি দেশ-বিদেশে পর্বতারোহণে অংশগ্রহণ করতে চাই।’

গত বছর জাতীয় দিবসে তিনি রাজধানী রিয়াদের আল খারজ থেকে আতিকা জামে মসজিদে হেঁটে যান।

মক্কার মসজিদ আল নাঈম থেকে হেঁটে মদিনা মোনাওয়ারা পর্যন্ত হেঁটে পৌঁছান ২৫ দিনে। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার।

সৌদি গণমাধ্যমে আহমদ ইয়াহইয়ার যাত্রাকে অদম্য যাত্রা বলে অভিহিত করেছে তার এই কাজ প্রমাণ করে, কোনো কাজে অটল থাকলে সেটা করা সম্ভব। আহমদ ইয়াহইয়া হেঁটে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই বার্তাই দিয়েছেন।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ