মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

আমুড়া ইউনিয়নে জমিয়তের উদ্যোগে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের উদ্যোগে এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলার ৯নং আমুড়া ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) আমুড়ার দারুল আরকাম মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নতে খৎনা করানো হয়। এছাড়া অংশগ্রহণকারী শিশুদের মধ্যে লুঙ্গি, গেঞ্জি ও প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়খ আব্দুল মতীন নাদিয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন আমুড়া ইউনিয়ন জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জিল্লুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনে খেজুর গাছ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহফুজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গাফফার, দপ্তর সম্পাদক মাওলানা হাফিজ নুরুল হক, আমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দীন সালিম, বিশিষ্ট রাজনীতিক নুরুল ইসলাম মুন্না, আমুড়া ইউনিয়ন জমিয়তের সহ-সভাপতি সালেহ আহমদ নিজামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জনগণের সেবায় নিবেদিত একটি ঐতিহ্যবাহী সংগঠন। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

আরেএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ