মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

আজ ১ টাকায় গরুর গোশত পৌঁছে দিবেন অসহায়দের ঘরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াতহোসেন,ফরিদপুরজেলাপ্রতিনিধি

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছেন।

আজ ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ৩টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাত্র ১ টাকা কেজি দরে গরুর গেশত বিক্রি করবেন তিনি।

এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ১০০ পরিবারের কাছে প্রতীকী মূল্যে গরুর মাংস বিক্রি করা হবে। ভাঙ্গা উপজেলার পুখুরিয়া এলাকা থেকে শুরু করে আশপাশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দরিদ্র মানুষদের মধ্যে এই গেশত বিতরণ করা হবে।

মানবিক এই উদ্যোগ সম্পর্কে মুফতি রায়হান জামিল বলেন, ‘বর্তমানে গরুর মাংসের দাম এতটাই বেড়েছে যে, গরিব মানুষের পক্ষে কুরবানির সময় ছাড়া অন্য সময়ে মাংস কিনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই আমি সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে মাত্র এক টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, 'শুধু ১০ টাকায় ইলিশ নয়, বহু আগে থেকেই আমি নানা সেবামূলক কাজে মানুষের পাশে আছি। মাত্র ২ টাকা কেজি চাল, ১০ টাকা হালিতে ডিম বিক্রি, ভিক্ষুকদের কর্মসংস্থান, ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ ও ফ্রি সেলাই প্রশিক্ষণ, গর্ভবতী মায়েদের জন্য ফ্রি গাড়ি সেবাসহ এমন অসংখ্য উদ্যোগের মাধ্যমে আমি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

আমার সেবামূলক কাজ কখনো ভোট বা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে নয়; বরং আল্লাহর সন্তুষ্টি এবং গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার একমাত্র লক্ষ্য। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তবে দশ টাকা পিস ইলিশ বিক্রির ক্ষেত্রে আমাদের ব্যবস্থাপনায় কিছু ত্রুটি ছিল, তা আমরা স্বীকার করছি। ইনশাআল্লাহ এ ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে গরিব অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ১ টাকা কেজি গরুর গোশত বিক্রি করবো ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে সফলতার দোয়া কামনা করছি।'


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ