সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জে মহাসড়ক অবরোধ করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি নামক স্থানে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও হামলায় জড়িত পুলিশ-সেনা সদস্যদের শাস্তির দাবি জানান। 

অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার, সদস্য আল আমিন হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, চব্বিশের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর হামলা আমাদের হতবাক করেছে। অন্তর্বর্তীকালীন সরকার নীরব দর্শকের মতো দেখছে। এই সরকারের উপদেষ্টামণ্ডলী আনফিট। তাদের দেশ চালানোর আর কোনো যোগ্যতা নেই। অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার এবং ভারতীয় দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা হলে শুধু বরিশাল নয়, পুরো দেশ অচল করে দেওয়া হবে।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম বলেন, কিছু বিক্ষোভকারী মহাসড়ক অবরোধ করেছিলেন। ১০ মিনিট পর তারা সড়ক ছেড়ে দিয়েছেন। এরপর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ