সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

যমুনায় এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল পৌঁছেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটে তারা যমুনায় প্রবেশ করেন। প্রতিনিধি দলে রয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এ বৈঠকের পর সন্ধ্যা সাতটায় বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকগুলোতে আগামী নির্বাচন আয়োজনের প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, শনিবার যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচাল বা বিলম্বিত করার যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে এবং শেষ পর্যন্ত জনগণের ইচ্ছাই প্রাধান্য পাবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ