শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭


চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা, বিএনপি নেতা উদয় কুসুম বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট করার ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নির্দেশনা অমান্য, বিশৃঙ্খলা সৃষ্টি এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গঠনতন্ত্র অনুযায়ী উদয় কুসুমকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, এর আগে একইদিন সকালে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেন। পাশাপাশি তার বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগও উঠেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ