শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে জবাবদিহিতা নিশ্চিত করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম বলেছেন, অতীতে সরকারি প্রকল্পগুলোর বাজেট সঠিকভাবে ব্যয় না হওয়ায় জনগণের অর্থ অপচয় হয়েছে। ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট পেলে জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয়ের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

শুক্রবার (২৯ আগস্ট) বাদ আছর নরসিংদী-৩ শিবপুর আসনের দুলালপুর ইউনিয়নের ৪ ও ৬নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ। সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাওলানা হাফিজউদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হাবিবুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাইল হুসাইন, ২নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম খন্দকার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মনির হুসাইন, ৬নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোশাররফ হোসেন, যুব মজলিসের সহসভাপতি মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং আসন্ন নির্বাচনে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ