শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

নুরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: জমিয়ত সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেব বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও যথোপযুক্ত বিচার  নিশ্চিত করতে হবে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জমিয়ত সভাপতি আরও বলেন, এর দায় সরকার ও প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। 

জমিয়তের গৌরবময় ইতিহাস টেনে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সর্বস্তরের মানুষকে এই দলের সাথে সম্পৃক্ত করার জোর তৎপরতা পরিচালনা করুন। 

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাজবাড়ী জেলার সদস্য সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা মডেল মসজিদের হলরুমে মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী। প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জিয়াউল হক,সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী,অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী,মাওলানা জাকির হোসাইন দাদশী, মাওলানা মুহিউদ্দীন আজাদ ও হাফেজ মাওলানা মোজ্জাম্মেল হক প্রমুখ।

কাউন্সিলে মাওলানা মাহবুবুর রহমানকে সভাপতি, মাওলানা জাকির হোসাইন দাদশীকে সাধারণ সম্পাদক ও মাওলানা মুহিউদ্দীন আজাদকে সাংগঠনিক সম্পাদক করে ৩২ সদস্যবিশিষ্ট রাজবাড়ী জেলা জমিয়তের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ