মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

বক্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীর বাংলাদেশে দূর্নীতির বিরুদ্ধে আরেকটি লড়াই শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির।

আজ এক জনসমাবেশে তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দূর্নীতির কোনও ঠাঁই থাকবে না। এই রাষ্ট্রে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।”

তবে বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত দলের নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দাঁড় করান। অসুস্থ শরীরেই আবার মাইক্রোফোন হাতে তুলে নিয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করে...” — এরপর তিনি আর বাক্য শেষ করতে পারেননি।

পরিস্থিতি খারাপ দেখে দ্রুত তাকে মঞ্চ থেকে সরিয়ে পাশেই প্রস্তুত মেডিকেল টিমের কাছে নিয়ে যাওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এরপর জামায়াত আমীর বসে তাঁর সমাপনী বক্তব্য দেন।

এসময় তিনি বলেন, যতদিন বেচে থাকবেন ততদিন লড়াই চলবে। যদি আল্লাহর ইচ্ছায়, জনগনের ভলোবাসায় সরকার গঠন হয় তাহলে কোন এমপি সরকারি গাড়িতে উঠবে না। দূর্নীতি করব না। চাঁদা আমরা নিব না। চাঁদা আমরা নিতে দিব না। 

বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেনীর জন্য আমাদের এই লড়াই না। আমাদের এ লড়াই চা বাগানের শ্রমিকদের জন্য।  দিনমজুর,  রিকশা চালকদের জন্য।  তাদের জন্য  লড়াই করতেই আজ আমি এখানে দাঁড়িয়েছি।

তিনি আরো বলেন, আমার দূর্ভাগ্য ২৪ সালে আমি শহীদ হতে পারিনি। আল্লাহ যেন আমাকে শহীদের মর্যাদাদেন। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ