বক্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির
প্রকাশ:
১৯ জুলাই, ২০২৫, ০৫:৩২ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
আগামীর বাংলাদেশে দূর্নীতির বিরুদ্ধে আরেকটি লড়াই শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির। আজ এক জনসমাবেশে তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দূর্নীতির কোনও ঠাঁই থাকবে না। এই রাষ্ট্রে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।” তবে বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত দলের নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দাঁড় করান। অসুস্থ শরীরেই আবার মাইক্রোফোন হাতে তুলে নিয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করে...” — এরপর তিনি আর বাক্য শেষ করতে পারেননি। পরিস্থিতি খারাপ দেখে দ্রুত তাকে মঞ্চ থেকে সরিয়ে পাশেই প্রস্তুত মেডিকেল টিমের কাছে নিয়ে যাওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপর জামায়াত আমীর বসে তাঁর সমাপনী বক্তব্য দেন। এসময় তিনি বলেন, যতদিন বেচে থাকবেন ততদিন লড়াই চলবে। যদি আল্লাহর ইচ্ছায়, জনগনের ভলোবাসায় সরকার গঠন হয় তাহলে কোন এমপি সরকারি গাড়িতে উঠবে না। দূর্নীতি করব না। চাঁদা আমরা নিব না। চাঁদা আমরা নিতে দিব না। বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেনীর জন্য আমাদের এই লড়াই না। আমাদের এ লড়াই চা বাগানের শ্রমিকদের জন্য। দিনমজুর, রিকশা চালকদের জন্য। তাদের জন্য লড়াই করতেই আজ আমি এখানে দাঁড়িয়েছি। তিনি আরো বলেন, আমার দূর্ভাগ্য ২৪ সালে আমি শহীদ হতে পারিনি। আল্লাহ যেন আমাকে শহীদের মর্যাদাদেন। এমএইচ/ |