রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার প্রশিক্ষণ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে শনিবার (১৯ জুলাই) এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ শহরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি মুফতি আব্দুস সালাম এবং সভা সঞ্চালনা করেন মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াসিন আরাফাত আনন্দিপুরী।

প্রশিক্ষণ সভায় সংগঠনের আদর্শ, কাঠামো, দায়িত্ব ও সাংগঠনিক দক্ষতা উন্নয়ন বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতী আব্দুল মুমিন ও মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম। 

হেদায়াতি আলোচনায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন বিশিষ্ট আলেম ও প্রবীণ মুরব্বি হাফেজ আবুল হাশেম (পাঠগোদাম বড় হুজুর)।

সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ পশ্চিম জেলা শাখার সভাপতি মুফতি সারওয়ার হুসাইন, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ,সহ মহানগর ও জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ।

প্রশিক্ষণ সভাটি কর্মী ও নেতৃবৃন্দের মাঝে উচ্ছ্বাস ও নবউদ্যম সৃষ্টি করে, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ