বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার প্রশিক্ষণ সভা
প্রকাশ:
১৯ জুলাই, ২০২৫, ০৩:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে শনিবার (১৯ জুলাই) এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ শহরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি মুফতি আব্দুস সালাম এবং সভা সঞ্চালনা করেন মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াসিন আরাফাত আনন্দিপুরী। প্রশিক্ষণ সভায় সংগঠনের আদর্শ, কাঠামো, দায়িত্ব ও সাংগঠনিক দক্ষতা উন্নয়ন বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতী আব্দুল মুমিন ও মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম। হেদায়াতি আলোচনায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন বিশিষ্ট আলেম ও প্রবীণ মুরব্বি হাফেজ আবুল হাশেম (পাঠগোদাম বড় হুজুর)। সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ পশ্চিম জেলা শাখার সভাপতি মুফতি সারওয়ার হুসাইন, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ,সহ মহানগর ও জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ। প্রশিক্ষণ সভাটি কর্মী ও নেতৃবৃন্দের মাঝে উচ্ছ্বাস ও নবউদ্যম সৃষ্টি করে, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। এমএইচ/ |