সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

নাগরিক কোয়ালিশন ও ইসলামী আন্দোলনের মতবিনিময় 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাগরিক কোয়ালিশনের নেতাদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয।

সভায় নাগরিক কোয়ালিশনের পক্ষে নেতৃত্ব দেন বিখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। 

মতবিনিময় সভার শুরুতে নাগরিক কোয়ালিশনের সাত দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেন ফাহিম মাসরুর। এর মধ্যে পিআর পদ্ধিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠা, সাংবিধানিক নিয়োগে সাংবিধানিক সংস্থা প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধীদের অবস্থান, নারীদের সরাসরি নির্বাচন এবং জুলাই সনদের বিষয় তুলে ধরেন।

পরবর্তীতে খোলামেলা আলোচনা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উভয়কক্ষে পিআর পদ্ধতির পক্ষে দলীয় অবস্থানের  নানা যুক্তি তুলে ধরেন দলের মুখপাত্র ও যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পিআর পদ্ধতিই একমাত্র পন্থা। ফলে আমরা পিআর পদ্ধতির পক্ষে লড়াই করে যাবো।

নাগরিক কোয়ালিশনের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে নারী স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার ইত্যাদি নিয়ে বহুমাত্রিক আলোচনা হয়।

মতবিনিময় সভায় নাগরিক কোয়ালিশনের পক্ষে উপস্থিত ছিলেন, জনাব ফাহিম মাসরুর,  সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, সাইয়ীদ কবীর, তরিকুল ইসলাম অনিক এবং সুবাইল বিন আলম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, শ্রমিক আন্দোলন সেক্রেটারী জেনারেল কে এম বিল্লান হোসেন, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমদ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ