সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নগর সমাবেশ ১৮ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৮ জুলাই শুক্রবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জের ঐতিহাসিক ডিআইটি চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

সমাবেশে সভাপতিত্ব করবেন নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

সমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার বিকাল পাঁচটায় একটি যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। সভায় জেলা, মহানগর ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মাওলানা লোকমান হোসাইন জাফরী বলেন, ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবিতে এই সমাবেশ ডাকা হয়েছে। এই সমাবেশকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন দেশের জনগণের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে থেকে যাবে এবং গণতান্ত্রিক পন্থায় সকল দাবি আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ