সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

‘জুলাই অভ্যুত্থান চিরতরে ফ্যাসিবাদ উৎখাতে একটি রক্তাক্ত বাস্তবতা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতরে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারিতে থেকে আহতদের সংগঠন 'জুলাই যোদ্ধা সংসদ'-এর নেতৃবৃন্দের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা রোববার (৬ জুলাই) অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের তরুণ সমাজের প্রতি জাতি চিরকৃতজ্ঞ থাকবে। তারা জাতির শত্রু-মিত্র চিনতে পেরেছে এবং তারই ভিত্তিতে চব্বিশের জুলাইতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলো এবং তারই ধারাবাহিকতায় আজও তারা দুঃশাসন-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে একটা জাতি হিসেবে এটা আমাদেরকে আশান্বিত করে।

গাজী আতাউর রহমান বলেন, ২৪ এর জুলাই নিছক কোন আবেগ নয় বরং আমাদের ছাত্র-জনতা বিদ্যমান স্বৈরতন্ত্র উৎখাত এবং আগামীর বাংলাদেশকে স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য মৌলিক রাষ্ট্র সংস্কার করার জন্য রাজপথে রক্ত দিয়েছেন। আজকে যারা জুলাইয়ের প্রত্যাশাকে আবেগ বলে তারা আদতে জুলাইয়ের সাথেই বিশ্বাসঘাতকতা করছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দল হিসেবেই জুলাইতে লড়াই করেছে। আমাদের শতশত নেতাকর্মী আহত হয়েছে। অর্ধশত শাহাদাত বরণ করেছেন। ফলে জুলাই আমাদের জন্য একটি প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা রক্ষায় রাষ্ট্রের প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার নিশ্চিত করতে আমরা রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে সেজন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে আন্দোলন করে যাচ্ছি।

মতবিনিয়ম সভায় 'জুলাই যোদ্ধা সংসদ' এর পক্ষে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা সংসদের আহবায়ক মোহাম্মাদ আরমান শাফিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম আপন, মূখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ,মুখপাত্র মুশফিকুর রহমান আশিক,সহ-মুখপাত্র মুহাম্মাদ কামরুল হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মাদ লিটন।

জুলাই যোদ্ধা সংসদের আহবায়ক জুলাইতে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং নির্বাচনী ইশতেহারে জুলাইয়ের আকাঙ্ক্ষা অন্তর্ভুক্ত করার দাবি জানান। এবং জুলাই সনদ ঘোষণায় গড়িমসির জন্য হতাশা প্রকাশ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব তাদেরকে আশ্বস্ত করেন যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। নতুন চেহারায় পুরাতন ফ্যাসিবাদী শাসন  ফিরতে দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাই হচ্ছে নতুন বাংলাদেশের পথে হাঁটা। যারা জুলাইয়ের আত্মত্যাগকে পদদলিত করে পুরোনো রাজনীতিতে ফিরে যেতে মরিয়া, তাদরকে বিনাচ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। 

মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ ইফতেখার তারিক,  কেন্দ্রীয় নেতা মুফতি শামসুদ্দোহা আশরাফি, মুফতি রেজাউল করীম আবরার, মুহাম্মদ বদরুজ্জামান ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক ইমান মাহদি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ