সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

ক্ষমতায় গেলে পিআর চালু করুন: মাওলানা ইউসুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, যে সকল রাজনৈতিক দল পিআর পদ্ধতির নির্বাচন চাচ্ছেন তাদের আমি বিনয়ের সাথে বলব: আপনারা নিজ নিজ দলের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করুন যে, আমরা ক্ষমতায় গেলে আগামীতে পিআর পদ্ধতির নির্বাচন চালু করব। দেশের জনগণ যদি আপনাদের ম্যান্ডেট দেয় তাহলে তখন আপনারা পিআর পদ্ধতি চালু করবেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির দাবি করা সংবিধানপরিপন্থী। কারণ সংবিধানে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে যে, ‘সংসদ সদস্যকে তার আসন থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে।’

শনিবার (৫ জুলাই) মাগুরা জেলা অডিটোরিয়ামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মাগুরা জেলা জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জেলা জমিয়তের সভাপতি মাওলানা কাজি জাবের বিন মুহসিন তাজাল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

কাউন্সিলে মাওলানা কাজী জাবের বিন মুহসিন তাজাল্লাকে সভাপতি,মাওলানা নুরুজ্জামানকে সাধারণ সম্পাদক ও হাফেজ মাওলানা হাবীবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ