রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’

ক্ষমতায় গেলে পিআর চালু করুন: মাওলানা ইউসুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, যে সকল রাজনৈতিক দল পিআর পদ্ধতির নির্বাচন চাচ্ছেন তাদের আমি বিনয়ের সাথে বলব: আপনারা নিজ নিজ দলের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করুন যে, আমরা ক্ষমতায় গেলে আগামীতে পিআর পদ্ধতির নির্বাচন চালু করব। দেশের জনগণ যদি আপনাদের ম্যান্ডেট দেয় তাহলে তখন আপনারা পিআর পদ্ধতি চালু করবেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির দাবি করা সংবিধানপরিপন্থী। কারণ সংবিধানে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে যে, ‘সংসদ সদস্যকে তার আসন থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে।’

শনিবার (৫ জুলাই) মাগুরা জেলা অডিটোরিয়ামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মাগুরা জেলা জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জেলা জমিয়তের সভাপতি মাওলানা কাজি জাবের বিন মুহসিন তাজাল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

কাউন্সিলে মাওলানা কাজী জাবের বিন মুহসিন তাজাল্লাকে সভাপতি,মাওলানা নুরুজ্জামানকে সাধারণ সম্পাদক ও হাফেজ মাওলানা হাবীবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ