রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর

মাদ্রাসা নিয়ে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার বক্তব্য আপত্তিকর: বাহাউদ্দীন যাকারিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, মাদ্রাসা শিক্ষা তথা ধর্মীয় শিক্ষা সম্পর্কে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস. মুর্শিদের বক্তব্যটি খুবই আপত্তিকর ও ধৃষ্টতাপূর্ণ। তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছে। 

আজ শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া একথা বলেন।

তিনি বিবৃতিতে বলেন, বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত থেকে এ ধরনের ধৃষ্টতাপূর্ণ আপত্তিকর বক্তব্য দিতে পারেন না। তার বক্তব্য এ কথাই প্রমাণ করে তিনি ধর্মশিক্ষা বিরোধী মানসিকতা লালন করেন। তার সম্পর্কে যতটুকু জানা যায় তিনি সেক্যুলারিজমে বিশ্বাসী। 

তিনি আরো বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে এক সাগর রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকারের কোনো উপদেষ্টা সেক্যুলার আদর্শের হবেন এবং ধর্মীয় শিক্ষা বিরোধী চেতনার অধিকারী হবেন, তা মেনে নেয়া যায় না। এ অভ্যুত্থান ছিল সেক্যুলার অপশক্তির বিরুদ্ধে এক গণ বিস্ফোরণ। 

তিনি উপদেষ্টা শারমিন মুর্শিদ কে অনতিবিলম্বে বক্তব্য প্রত্যাহার করার এবং ন্যক্কারজনক বক্তব্যের জন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারকেও এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। শারমিন মুর্শিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে এর দায় ভার সরকারকেই বহন করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ