রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

যারা দেশে চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছে, জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন হাজারীবাগ থানার উদ্যোগে ও শাখা সভাপতি মুহাম্মাদ মাসুম বিল্লাহ মানিকের সভাপতিত্বে হাজারিবাগ টালি অফিস মোড়ে- মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে যুব সমাজের করণীয়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতী মুহাম্মাদ আবু বকর সিদ্দীক বলেন, একটি দল এখন দেশে চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছে; জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এদেশের মানুষ মাদক, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি কল্যাণকর রাষ্ট্রের স্বপ্ন দেখছিলো। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, একটি দল সারাদেশে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশকে চাঁদাবাজি ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করছে। চিহ্নিত এই সন্ত্রাসী বাহিনীকে দেশের মানুষ আর ক্ষমতায় আনবে না।

প্রধান অতিথি তার আলোচনায় বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেন, এ সকল দুর্নীতিবাজ ও স্বৈরাচার সৃষ্টি হওয়ার অন্যতম প্রধান কারণ হলো বর্তমান নির্বাচনী ব্যবস্থা। এ জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই ঘোষণা করেছেন যে, আগামীর নির্বাচন হতে হবে পিআর পদ্ধতির নির্বাচন। পিআর পদ্ধতির মাধ্যমেই সকল জনগণের ভোটের মূল্যায়ন করা সম্ভব। অতএব, যুবকদের ঐক্যবদ্ধ থাকতে হবে, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবেনা ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, দেশে সন্ত্রাস, ধর্ষণ উপর্যুপরি বেড়েই চলছে। হাজারীবাগে কোন মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ দেখলে খাম্বার সাথে বেঁধে রাখবেন এবং তারপর প্রশাসনের কাছে সোপর্দ করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইসলামী যুব আন্দোলনের কর্মীরা তৎপর আছে, কোনো চাঁদাবাজের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইবে, আমরা সবাই মিলে তাদেরকে প্রতিহত করব।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতি শওকত উসমান।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজারীবাগ থানা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হাই পাটোয়ারী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উপ-সম্পাদক সাইফুল ইসলাম মাঝি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মাদ জোবায়ের হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহকারী অর্থ-সম্পাদক মোহাম্মাদ শহীদুল ইসলাম প্রমুখ। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ