সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

‘পিআর পদ্ধতির নির্বাচনে লাভের চেয়ে ক্ষতি বেশি’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচনে গণমানুষের মতামতের প্রতিফলন ঘটবে না। এ পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার জন্য অনেকেই চাচ্ছেন। কিন্তু যে নির্বাচনে গণমানুষের মতামতের প্রতিফলন ঘটে না সেটাকে নির্বাচন বলা যায় না। পিআর পদ্ধতির নির্বাচনে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে।

বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেলে সিলেটের জকিগঞ্জ শহরের এমএ হক চত্বরে উপজেলা জমিয়তের ডাকে সুরমা-কুশিয়ারা নদীর তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জকিগঞ্জের সর্বত্র গ্যাস সরবরাহের দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক সিলেট-৫ আসনের ভোটারদের উদ্দেশ্যে বলেন, দেশের সবচেয়ে অবহেলিত জনপদের নাম জকিগঞ্জ-কানাইঘাট। দলীয় দায়িত্বশীল হিসেবে আমি দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরি। কিন্তু সীমান্ত উপজেলা জকিগঞ্জ-কানাইঘাটের মতো এতো অবহেলিত কোন অঞ্চল আমার চোখে পড়েনি।

তিনি বলেন, বিগত ১৬ বছরে এ আসনে আওয়ামী লীগ মনোনীত ৩ জন সংসদ সদস্য ছিলেন। দল ক্ষমতায় থাকাবস্থায়ও তারা জকিগঞ্জ-কানাইঘাটের কোন উন্নয়ন করেননি। শুধু মানুষের ভোট ডাকাতির মাধ্যমে তারা সংসদ সদস্য হয়ে নিজেদের উন্নয়ন করেছেন। সুরমা-কুশিয়ারা নদীর তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জকিগঞ্জের সর্বত্র গ্যাস সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। 

উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জওয়াদুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক কে.এম মামুন ও মাওলানা রায়হান উদ্দিনের যৌথ পরিচালনায় সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন গণজমায়েত বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা বিলাল আহমদ ইমরান।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ