বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাবলিক ট্রান্সপোর্টে যৌন হয়রানি: নিজেকে সুরক্ষিত রাখুন ৯ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ  ‘আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে’, জোহরান মামদানির জয়ে ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার

জামিয়া ইসলামিয়া পটিয়ায় ধর্ম উপদেষ্টাকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন শনিবার (৫ জুলাই) জামিয়া ইসলামিয়া পটিয়ায় আগমন করেন। তাঁর এই শুভাগমনকে ঘিরে জামিয়া ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

জামিয়ার প্রধান আল্লামা মুফতি আবু তাহের কাসেমী নদবী ধর্ম উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ছাত্র-শিক্ষকদের এক মনোমুগ্ধকর সারিবদ্ধ অভ্যর্থনার মাধ্যমে তাকে বরণ করা হয়।

জোহরের নামাজের পর জামিয়ার প্রধান জামে মসজিদে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। হাফেজ মাহফুজুল হকের কণ্ঠে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়। এরপর জামিয়ার ছাত্র উপদেষ্টার প্রশংসায় রচিত এক মনোরম আরবি কাসিদা আবৃত্তি করেন, যা উপস্থিত সকলকে বিমুগ্ধ করে।

পরে জামিয়ার শিক্ষক মাওলানা সলিমুদ্দিন মাহদী কাসেমী উপদেষ্টাকে নিয়ে একটি মানপত্র পাঠ করেন এবং মুহতামিম মুফতি আবু তাহের কাসেমী নদবী কর্তৃক বিশেষভাবে নির্মিত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ধর্ম উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, ‘আমি এই জামিয়ারই ছাত্র ও শিক্ষক ছিলাম এবং দীর্ঘ ১৬ বছর জামিয়া থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদক ছিলাম। আজকে এখানে ফিরে এসে স্মৃতিগুলো আবার জীবন্ত হয়ে উঠছে। আমি দোয়া করি—আপনারা বড় হোন, তবে অন্তরকে আগে বড় করুন, আল্লাহ আপনাকে অবশ্যই বড় বানাবেন।’

তিনি দাওরায়ে হাদিসের সনদের যথাযথ স্বীকৃতি বাস্তবায়নের ব্যাপারে সরকারের পক্ষ থেকে ইতিবাচক উদ্যোগের কথা তুলে ধরেন এবং বলেন, ‘বাংলাদেশে কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন ও নীতিমালা যেন কখনো পাস না হয়, সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’

পরিশেষে জামিয়ার শাইখুল হাদিস ও সদরে মুহতামিম আল্লামা হাফেজ আহমাদুল্লাহর বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ