বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামি আইন চালু হলে অধিকার নিয়ে আন্দোলন করতে হবে না: মুজিবুর রহমান পাবলিক ট্রান্সপোর্টে যৌন হয়রানি: নিজেকে সুরক্ষিত রাখুন ৯ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ  ‘আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে’, জোহরান মামদানির জয়ে ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ

পিলখানায় বিজিবির বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করলেন মহাপরিচালক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বিজিবি সদর দপ্তরের বকুলতলা প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে সপ্তাহব্যাপী এই কর্মসূচির সূচনা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক বলেন, “আমরা দেশ গড়ার যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি, তারই অংশ হিসেবে পরিবেশ রক্ষায় সবাইকে ভূমিকা রাখতে হবে। পরিকল্পিত বনায়নের মাধ্যমে শুধু সবুজ বাংলাদেশই নয়, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তোলা সম্ভব।”

তিনি বলেন, “গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশের উন্নয়ন ও পরিবর্তনের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তাতে দেশের প্রতিটি বাহিনী ও সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছেন। বিজিবিও দেশের স্বার্থে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ অভিযান চলছে।”

জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এবারের প্রতিপাদ্য ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ উল্লেখ করে বিজিবি মহাপরিচালক সারাদেশে বিজিবির প্রতিটি স্থাপনায় পরিকল্পিতভাবে গাছ লাগানোর নির্দেশনা দেন। পাশাপাশি গাছের যথাযথ পরিচর্যার মাধ্যমে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের সদস্য এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ