জুলাই বিপ্লবের শহীদদের প্রতি দুঃখ প্রকাশ না করা পর্যন্ত আওয়ামী লীগ শান্তি পাবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১ জুলাই) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি আওয়ামী লীগের প্রতি কড়া ভাষায় এসব কথা বলেন।
শফিকুল আলম লেখেন, "আমরা অপেক্ষা করেছি প্রায় ১০ মাস। আমরা চেয়েছিলাম, আওয়ামী লীগ নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে, দুঃখ প্রকাশ করবে এবং বৈষম্যহীন, সুন্দর বাংলাদেশের পথে আমাদের সঙ্গে হাঁটবে। কিন্তু এর বদলে তারা আমাদের আন্দোলনকে তুচ্ছ করেছে, শহীদদের রক্তকে অবজ্ঞা করেছে এবং ১৭ কোটি মানুষকে 'জঙ্গি' বলে অপমান করেছে—শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার ব্যর্থ স্বপ্নে বিভোর হয়ে।"
তিনি আরও লেখেন, "যারা মনে করছেন, বিদেশি প্রভুরা এসে আপনাদের হাতে আবার দেশ তুলে দেবে, তারা ভুলে যান। এবার আর তা হবে না। জুলাই আমাদের বুক চিতিয়ে দাঁড়াতে শিখিয়েছে, সাহস দিয়েছে, আত্মমর্যাদার লড়াইয়ে পিছু না হটার শিক্ষা দিয়েছে।"
আওয়ামী লীগের প্রতি কড়া ভাষায় তিনি বলেন, "আপনারা যতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের হাতে শহীদের রক্ত দেখবেন না, ততক্ষণ এই মাটিতে আপনাদের শান্তি মিলবে না। আপনাদের ইতিহাসের দায় স্বীকার না করা পর্যন্ত বাংলাদেশ আপনাদের ক্ষমা করবে না।"
তিনি বলেন, "জুলাই আমাদের রক্তে সাহসের নতুন পরিচয় লিখে দিয়েছে। আমরা আগের মতো নই। আমরা শহীদের স্মৃতি ভুলিনি, ভুলব না। তাদের চোখ উপড়ে ফেলার চেষ্টা, তাদের আত্মাকে পিষে ফেলার ষড়যন্ত্র ব্যর্থ হবে।"
মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে শফিকুল আলম লেখেন, "আমরা লড়াই চালিয়ে যাব—শহর, গ্রাম, পাহাড়, নদী থেকে শুরু করে ভার্চুয়াল জগত পর্যন্ত। আপনারা যারা মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত, গণহত্যার মদদদাতা—আমরা আপনাদের মুখোশ খুলে দেব। সত্যের কাছে পরাজিত হবেনই।"
এসএকে/